porimoni bangladeshi model viral biography পরিমনি বাংলাদেশী মডেল ভাইরাল
পরিমনী ভাইরাল ভিডিও অন্যের সাথে রাত কাটানোর সিসি টিভি ফুটেজ ভাইরাল
কারা কারা পরিমনি সিন্ডিকেটের সদস্য কাদের আশ্রয়ে এসব হয়
পরী মনি কে সিদ্ধ ডিম থেরাপিতে বেরিয়ে আসছে আরো অনেকের নাম
চিত্রনায়িকা পরীমনি তিন বার বিয়ে করেও টিকেনি কোনটি - পরীমনি বাংলাদেশী মডেল এক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রফেশনাল ফুটবলার সৌ’রভ কবীরের সঙ্গে।
তিন টাকায় বিয়ে করেছিলেন পরিমনি আর নির্মাতা কামরুজ্জামান রনি - বিয়ের পর পাঁচ মাস যেতে না যেতেই তাদের আর কোন খবর নেই ।
দুই বছর ধরে প্রেম করেছেন চিত্রনায়িকা পরীমনি আর বিনোদন সাংবাদিক তামিম হাসান। এরপর এ বছর ১৪ এপ্রিল তাঁদের বাগদান হয় কিন্তু তা বয়ে পর্যন্ত যায়নি ।
চলুন জেনে নেয়া যাক শামসুন্নাহার স্মৃতি থেকে আজকের পরীমনি হয়ে উঠার গল্প:শামসুন্নাহার স্মৃতি’র অর্থাৎ পরীমনি’র জন্ম নড়াইলে।
ক্লাস ফা’ইভে বৃত্তি পেয়েছিলেন তিনি। সহজেই বোঝা যায় তিনি মেধাবী। সেই মে’ধার স্বাক্ষর রেখেছেন তার ক্যারি’য়ারেও। অভিনীত চলচ্চিত্রে হিট তকমা না লাগলেও পরিচালক-প্রযোজক সবার কাছেই তিনি কাঙ্ক্ষিত নায়িকা ও অভিনেত্রী। বলছি শামসুন্নাহার স্মৃতির কথা। বাংলা চলচ্চিত্র জগতে যে পরীমনি নামে পরিচিত।
‘টক অফ দ্য কান্ট্রি’ এখন পরীমনি। ধ;x;ণ ও হ; ত্যা; চে;ষ্টার অভিযোগ এনে আলোচনার শীর্ষে এখন এই অভিনে’ত্রী। শুরু থেকেই পরীমনির সব বিষয়েই সকলেরই রয়েছে ব্যাপক কৌ’তুহল। তিনি যেখানেই গিয়েছেন বা যা করেছেন তাই নিয়েই শিরোনামে এসেছেন।
এমনকি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় রয়েছে পরীমনির নাম। ওই তালিকায় তার সঙ্গে র’য়েছে অমিতাভ বচ্চন, শাহ’রুখ খান, মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় বলিউ’ড তারকাদের নামও। অনলাইনে প্রকাশিত ও’ই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়েছে, ফেসবুকে প্রায় ১ কোটি অনুসারী রয়েছে পরীমনির।
মাত্র আ’ড়াই বছর বয়সেই মা সালমা সুলতানাকে হারান তিনি। এক’টু বড় হয়ে হারান বাবাকেও। পরীমনি বড় হ’য়েছেন পিরোজপুরে নানা শাম’সুল হক গাজীর কাছে’। সেখান থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাং’লা বিভাগে বিএ (অনার্স)-এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসে’ন এবং বাফায় নাচ শে’খেন। ওই সময়ই আস্তে ধীরে তিনি বিনোদন জগতে পা রাখেন। শুরুতে নাটক ও মডেলিং নিয়ে ব্যস্ত ছিলেন।
অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে’ অভিনয়ের মাধ্যমে। তিনি ‘সেকেন্ড ই’নিংস’, ‘এক্সক্লুসিভ’, ‘এক্সট্রা ব্যা’চেলর’, ‘নারী ও নবনীতা তোমার জন্য’ এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এরপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। সাধারণত কোনো নবাগত অভিনেতা বা ‘অভিনে’ত্রীর কোনো চলচ্চিত্র মুক্তি পাওয়ার ‘পর বা ওই চলচ্চিত্র হিট হ’ওয়ার পরই সাধারণ মানুষ’ ওই অভিনেতা’কে চেনেন বা তা’র সম্পর্কে জানেন।
এক্ষেত্রে ব্যতি’ক্রম ছিলেন পরীমনি। ২০১৩ সালের শেষের দিকে প্রথম ছবি’র শুটিং করেন তিনি। ওই ছবি মুক্তি পা’ওয়ার আগেই তিনি অভিনয় করে ফেলেন এক ডজনেরও বেশি ছবিতে। এ ছাড়া চুক্তিবদ্ধ হন দেড় ডজন ছবিতে। কে এই পরীমনি? রীতিমতো হৈচৈ পড়ে যায় চারদি’কে। কিন্তু অতি অল্প স’ময়ে এত বেশি সংখ্যক ছবিতে অভিনয়’ করলেও আলোর মুখ দেখছিল না তার অভিনীত কোনো ছবি-ই।
অবশে’ষে ২০১৫ সালের ২৭শে ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরীমনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হ’য়ে বেশি আলোচনায় আসেন প’রীমনি। সাভারের রানা প্লা’জা ধস এবং ১৭ দিন ধরে’ ধ্বংসস্তূপের ‘নিচে আটকে পড়া পোশাক শ্র’মিক রেশমাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বাণিজ্যিক প্রেমের সিনেমা ছিল ‘রানা প্লাজা’। এতে রেশমা’র ভূমিকায় অভিনয় করেন পরীমনি।
কি’ন্তু বেশকিছু দৃশ্য, রানা প্লাজা ধসে’র চিত্রায়ন প্রভৃতি নিয়ে ‘সেন্সর বোর্ড আপত্তি জানালে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত যে ছবির কারণে পরীমনি আলোচনায় আসেন, সেটি আর আলোর মুখ দেখেনি। শুধু কাজ দিয়ে’ নয়, ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত কারণে বিভিন্ন সময়ে আ’লোচনায় এসেছেন ‘তিনি। অনেক পুরুষের সঙ্গেই পরীমনির বিয়ের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৬ সালে প্রকাশ্যে আসে পরীমনির স্বামী ভোলার ইসমাইল।
‘তাদের দুটি একান্ত ছবিও প্রকাশ্যে আসে। কিন্তু পরীমনি পুরো বিষয়টাকে অস্বীকার করে। এই ঘটনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময় শাকিল রিয়াজ নামের একজন ফেসবুকার পরীমনির আর এ’ক স্বামীর কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান পরীমনির স্বামী সৌরভ কবীর। সৌরভ কবীরের সঙ্গে ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন ২০১২ সালের ‘২৮ এপ্রিল। পরে সেটা দুই পরিবার থেকে’ই মেনে নেয়। সৌরভ কবীরের’ বাসা যশোরের কেশবপুরে।
তিনি পেশায় এক’জন প্রফেশনাল ফুটবলার। জানা যায়, সৌরভ কবীরের পরিবা’রের সম্মতিতেই মিডিয়া জগতে প্রবেশ করেন পরীমনি। তারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা আড়াল করে রেখে’ছেন। এরপরে তাদের বিয়ের কাবিননামাও প্রকাশ ক’রা হয়। এরপরেও বিভিন্ন সময়’ বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠা এবং সেগুলো ভেঙে যাওয়ার খবর বের হয়। সাংবাদিক তামিম হাসানের সঙ্গেও পরীমনির প্রেম ও বাগদানের খবর প্রকাশিত হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ‘ভেঙে যায়।
গেল ব’ছর ৯ই মার্চ অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক-থিয়েটারকর্মী কামরুজ্জামান রনি। নিজের বিয়ের খবর জানান দিয়ে পরীমনি’ লিখেছিলেন, জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? কিন্তু কিছুদিন বাদেই সে বিয়ে ভেঙে যাবার খবর বের হলে পরীমনি নিশ্চুপ হ’য়ে যান। গণমাধ্যমে বিয়ের প্রসঙ্গ এলে স্বামীর বিষয় যেন না ‘টানা হয় তা বলে দেন। জানিয়ে ‘দেন, বিয়ে নিয়ে তিনি কোনো কথা বলতে চান না।পরীমনিকে নিয়ে আলোচনায় যেন কখনই ভাঁটা প’ড়েনি। সবসময়ই শিরোনামে ছিলেন এই নায়িকা।
বেশ কয়েক বছর ধ’রে নিয়মিতভাবে ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এ’ফডিসিতে কোরবানি দিয়েও সংবাদ শিরোনাম পরীমনি। এছাড়াও সাড়ে তিন কোটি টাকার গাড়ি কিনে আলোচনায় আসেন পরীমনি। করোনাকালে পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন উদযাপন করে আলোচনার জন্ম দেন তিনি। পরীমনি অভিনীত ২’০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ‘মন জুড়ে তুই’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’। ২০১৬ সালে মুক্তি পায় ‘মন জানে না মনের ঠি’কানা’, ‘পুড়ে যায় মন’, ওয়া’জেদ আলী সুমনের অ্যাকশনধর্মী ‘রক্ত’, এবং শফিক হাসানের ‘ধূমকেতু’। ২০১৭ সালে মুক্তি পায় ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, এবং মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’।
তারপর মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলি’মের ‘স্বপ্ন জাল’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’সহ বেশ কিছু সিনেমা। তাছাড়া জনপ্রিয় হবার পর পরীমনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে লাক্স, স্যান্ডেলিনা, ওয়াল্টন, প্রান আপ, প্রান চাটনিসহ ইত্যাদি পণ্যের প্রমোশন। এছাড়াও মুক্তির অপেক্ষায় অ্যাডভেঞ্চার’ অব সুন্দরবন, বায়োপিক, প্রীতিলতাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র। তিনি একধারে শাকিব খা’ন, বাপ্পী, সাইমন জায়েদ খানসহ সবার সঙ্গে অভিনয় করেছেন। আবার চলচ্চিত্র ও বিজ্ঞাপনের ‘সুত্রে গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা সরয়ার ফারুকী, মাসুদ হাসান উজ্জলের মতো ডিরেক্টরদের সঙ্গেও কাজ করেছেন।
No comments:
Post a Comment